Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আর্থিক-সহায়তা-কর্মসূচি

জেলা সমাজকল্যাণ পরিষদ হতে আর্থিক অনুদান প্রদানঃ

জেলা সমাজকল্যাণ পরিষদ, চাঁদপুর হতে এককালীন সর্বোচ্চ ১০,০০০/- (দশ হাজার) টাকা পর্যন্ত অনুদান প্রাপ্তির জন্য সাদা কাগজে আবেদন করা যায়। আবেদনের সাথে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, সহায়তা প্রাপ্তির নিমিত্তে আবেদনপত্রে উল্লেখকৃত সমস্যার প্রমানক জমা দিতে হবে।

নিম্নবর্ণিত ক্ষেত্রে অনুদানের জন্য আবেদন করা যাবে।

১। আকস্মিক দৈবদূর্বিপাক/ প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্র ব্যক্তি বা পরিবার

২। সড়ক/ নৌ/ রেল দূর্ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্র ব্যক্তি বা পরিবার

৩। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দরিদ্র ব্যক্তি বা পরিবার

৪। অগ্নিদগ্ধ/ এসিডদগ্ধ দরিদ্র ব্যক্তি বা পরিবারের চিকিৎসা সহায়তা

৫। দূরারোগ্য ও জটিল রোগে আক্রান্ত দরিদ্র ব্যক্তির চিকিৎসা সহায়তা প্রাপ্তি

৬। অতি দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার জন্য সহায়তা প্রাপ্তি

৭। পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের অনুদান সহায়তা

 

* নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ বস্তিবাসীদের এককালীন অনুদানঃ  

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, ঢাকা হতে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ০৩ টি উপজেলাঃ চাঁদপুর সদর, হাইমচর, মতলব উত্তর ও চাঁদপুর পৌর এলাকায় ক্ষতিগ্রস্থ বস্তিবাসীদের এককালীন সর্বোচ্চ ১০,০০০ (দশ হাজার) টাকা করে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়। সংশ্লিষ্ট উপজেলা সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত তালিকা অনুযায়ী সুবিধাভোগী নির্বাচন করা হয়ে থাকে।

চাঁদপুর জেলায় সুবিধাভোগীদের তথ্যঃ

অর্থবছর

উপকারভোগীর সংখ্যা

সহায়তার পরিমাণ

২০১২-১৩

৩৮০

১৯,০০,০০০/-

২০১৩-১৪

৩৮০

১৯,০০,০০০/-

২০১৪-১৫

১৯০

৯,৫০,০০০/-

২০১৫-১৬

১৯০

৯,৫০,০০০/-

২০১৬-১৭

২১৮

৯,৯০,০০০/-

২০১৭-১৮

১২৫

১২,৫০,০০০/-

২০১৮-১৯ ১০০ ৪০০০০০/-
২০১৯-২০ ২৫০ ১০,০০০০০/-
২০২০-২১ ৮০ ৪০০০০০/-

 

  • ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর এককালীন অনুদান বিতরণঃ

চাঁদপুর জেলায় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে ত্রিপুরা জনগোষ্ঠী চাঁদপুর সদর উপজেলা ও চাঁদপুর পৌর এলাকায় বসবাস করে ।  এ জনগোষ্ঠীর বয়স্ক ব্যক্তিদের বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, ঢাকা হতে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে এককালীন ৪,০০০/- করে অনুদান এবং শিক্ষার্থীদের এককালীন ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

 

অর্থবছর

অনুদান সুবিধাভোগীর সংখ্যা

সহায়তার পরিমাণ

২০১৭-১৮

০৪

১৬,০০০/-

২০১৭-১৯

০৪

১৬,০০০/-

২০১৮-১৯ ০৪ ১৬০০০/-
২০১৯-২০ ০৪ ১৬০০০/-
২০২০-২১ ০৪ ১৬০০০/-

 

অর্থবছর

উপবৃত্তি সুবিধাভোগীর সংখ্যা

সহায়তার পরিমাণ

২০১৭-১৮

১৩

৫২,০০০/-

২০১৮-১৯

১৩

৫২,০০০/-

২০১৯-২০ ০৪ ১৬০০০/-
২০২০-২১ ০৪ ১৬০০০/-