সমাজসেবা অধিদফতরের কেন্দ্রীয় লক্ষ্যমাত্রা অনুযায়ী চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় সেবাদানে শুদ্ধাচার অনুশীলন নিশ্চিত করণ, ইনোভেশনকে উৎসাহ প্রদান এবং সেবা প্রদান পদ্ধতিকে ২০২১-২২ অর্থ বছরে সকল ভাতা এবংউপবৃত্তি শতভাগ ডিজিটালাইজেশন করাহবে।২০২১ সালের ৩০জুনের মধ্যে উপলোর সকল সেবাগ্রহীতার একটি সমন্বিত ডিজিটাল তথ্য ভান্ডার তৈরি সম্পন্ন করা হয়েছে। ২০২১-২২ অর্থ বছরে উপজেলা পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর(নাপিত,কামার,কুমার,জুতামেরামত ও প্রস্তুতকারী,বাঁশ বেত প্রস্তুত কারী) পেশার লোকদের জরিপ কাজ সম্পন্ন করে প্রশিক্ষণ প্রদান শুরু হবে। ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস