বেদে জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি
বেদে জনগোষ্ঠী বাংলাদেশের জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ। সমাজসেবা অধিদফতরের জরিপমতে বাংলাদেশে প্রায় ৭৫,৭০২ জন বেদে জনগোষ্ঠী রয়েছে। যাযাবর জনগোষ্ঠীকে বেদে সম্প্রদায় হিসেবে পরিচিত। বেদে জনগোষ্ঠীর শতকরা ৯৯ ভাগ মুসলিম এবং শতকরা ৯০ ভাগ নিরক্ষর। ৮টি গোত্রে বিভক্ত বেদে জনগোষ্ঠীর মধ্যে মালবেদে, সাপুড়িয়া, বাজিকর, সান্দার, টোলা, মিরশিকারী, বরিয়াল সান্দা ও গাইন বেদে ইত্যাদি। এদের প্রধান পেশা হচ্ছে ক্ষুদ্র ব্যবসা, তাবিজ-কবজ বিক্রি, সর্প দংশনের চিকিৎসা, সাপ ধরা, সাপের খেলা দেখানো, সাপ বিক্রি, আধ্যাত্মিক স্বাস্থ্য সেবা, শিংগা লাগানো, ভেষজ ঔষধ বিক্রি, কবিরাজি, বানর খেলা, যাদু দেখানো প্রভৃতি।
২০১২-২০১৩ অর্থ বছরে পাইলট কর্মসূচির মাধ্যমে ৭টি জেলায় বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি শুরু হয়। তবে চাঁদপুর জেলায় শুরু হয়েছে ২০১৫-১৬ অর্থ বছরে । ২০১৯-২০ অর্থ বছর থেকে এটি আলাদা কর্মসূচি হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে।
২০২১-২২ অর্থবছরের জুলাই/২০২১ হতে জিটুপি পদ্ধতিতে উপবৃত্তির অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়।
লক্ষ্য ও উদ্দেশ্য :
সেবা প্রাপ্তির স্থান/অফিসের নাম:
উপজেলা সমাজসেবা কার্যালয়
দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী:
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সংশিষ্ট কার্যালয়ের জনবল
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে):
বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে উপজেলা / শহর সমাজসেবা অফিসার বিজ্ঞপ্তি প্রচার করেন। অত:পর নির্ধারিত ফরমে আগ্রহী ব্যক্তিদের সমাজসেবা অফিসার বরাবর আবেদন করতে হয় । প্রাপ্ত আবেদন ইউনিয়ন কমিটি কর্তৃক সরেজমিনে যাচাই-বাছাই করে প্রস্তাব আকারে উপজেলা কমিটিতে প্রেরণ করা হয়। অত:পর উপজেলা কমিটি যাচাই বাছাই করে বরাদ্দ অনুসারে উপকারভোগী নির্বাচন করে। নির্বাচিত ব্যক্তির নামে ব্যাংক হিসাব খোলা এবং কেন্দ্রীয় হিসাব হতে উপবৃত্তির টাকা স্থানান্তর করে নির্বাচিত ব্যক্তিকে অবহিতকরণপূর্বক উপবৃত্তি বিতরণ সম্পন্ন করা হয়েছে । ২০২১-২২ অর্থবছরের ১ম কিস্তি থেকে জিটুপিতে ইলেকট্রনিক উপায়ে উপবৃত্তির অর্থ বিতরন কার্যক্রম শুরু হয়।
সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময়:
১. নতুন বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আবেদনের ০৩ মাসের মধ্যে;
২. পুরাতন বা নিয়মিতদের ক্ষেত্রে ০৭ কর্মদিবস
প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ: বিনামূল্যে
সংশ্লিষ্ট আইন/বিধি/ নীতিমালা: দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি নীতিমালা ২০১৩
উপবৃত্তি ঃ প্রাথমিক-৭০০/-, মাধ্যমিক-৮০০/-, উচ্চ মাধ্যমিক-১০০০/-, স্নাতক বা স্নাতকোত্তর-১২০০/-
একনজরে হাজীগঞ্জ উপজেলায় বিভিন্নস্তরে বেদে শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তথ্যঃ
ক্র.নং |
শিক্ষার্ স্তর |
উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা |
মাসিক টাকার পরিমান |
১ |
২ |
৩ |
৪ |
০১ |
প্রাথমিকস্তর |
১৪ |
৭০০/- |
০২ |
মাধ্যমিক স্তর |
০৯ |
৮০০/- |
০৩ |
উচ্চমাধ্যমিক ন্তর |
০৫ |
১০০০/- |
০৪ |
উচ্চতর স্তর |
০১ |
১২০০/- |
|
সর্বমোট |
২৯ জন |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস